Event

CSE Conference 2022 - বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

  • 22 January 2022
CSE Conference 2022 - বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

আলফা নেট এর উদ্যোগে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে দেশব্যাপী আবারও শুরু হয়েছে CSE Conference। গত ১১ জানুয়ারি ২০২২ থেকে ১৩ জানুয়ারি ২০২২ পর্যন্ত রাঙামাটির কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে CSE Conference অনুষ্ঠিত হয়।

Conference এ দেশি-বিদেশি প্রকৌশলীরা তথ্য প্রযুক্তির Update Version, Programming, Software Development, IoT, English Learning এবং তথ্য প্রযুক্তিতে উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক Seminar নিয়েছেন।

Conference এর আলোচনায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মতিন হাওলাদার এবং কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলী জনাব তারিকুল ইসলাম সহ ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী Conference টিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উক্ত Conference টির উদ্যোক্তা ছিলেন প্রকৌশলী মো. ইসরাফিল মাসুম। Online এর মাধ্যমে Conference এ যোগদান করেন আলফা নেট এর সম্মানিত Founder এবং বাংলাদেশের প্রক্ষ্যাত IT উদ্যোক্তা জনাব আবু সুফিয়ান হায়দার। এছাড়াও যোগদান করেন আলফা নেটের CEO জনাব মোঃ একরামুল হায়দার এবং সাব্বির সরকার - Founder, English A2Z & BDYounStarz, Cambridge CELTA Certified।

৩ দিনব্যাপী CSE Conference সফলভাবে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরণের Workshop এ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের Skill Contest এর ব্যবস্থা ছিল যেখানে বিজয়ীদের মাঝে আলফা নেট এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়।

CSE Conference এর উদ্যোক্তা প্রকৌশলী মো. ইসরাফিল মাসুম জানান, কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত ক্যারিয়ার গঠনে এ ধরণের Conference অব্যাহত থাকবে।

Share On:
novaitinstitute.com