07
Mar
বগুড়ায় "আইসিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডে" উদযাপন
আইসিটি ক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের একটি সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারে সেই উদ্দেশ্যে গত ৬ মার্চ ২০২৩ এ অনুষ্ঠিত ICT Career Development Day - 2023 অনুষ্ঠান। আলফানেট ও তার অঙ্গ প্রতিষ্ঠান Nova Institute of Technology & Management এর যৌথ উদ্যোগে আলফানেট এর নিজস্ব ক্যাম্পাসে একই দিনে দুই শিফটে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্ভাব্য ৫০০ জনেরও বেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, কিভাবে আইটি তে তাদের ক্যারিয়ার উন্নয়ন করবে সেই বিষয়বে অবগত হওয়ার জন্য।