Event
Career Development Program - Pundra University of Science & Technology
আধুনিক তথ্য প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং IT Sector গুলোতে নিজেদের Career Opportunity তৈরি করার জন্য নিজেদের প্রস্তুত করতে আলফা নেট কর্তৃক আয়োজিত গত ১৬ মার্চ ২০২২, বুধবার উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ার সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় Pundra University of Science & Technology তে অনুষ্ঠিত হয় Career Development Program - 2022। এটি ছিল Pundra University of Science & Technology তে দ্বিতীয় আয়োজন।
উক্ত অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রযুক্তিবিদদের মধ্যে Chief Speaker হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের একজন সফল IT উদ্যোক্তা, আলফা নেট এর প্রতিষ্ঠাতা এবং সিনারিস ওয়েব সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু সুফিয়ান হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের Pro Vice Chancellor Prof. Dr. ANM Rezaul Karim। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় Vice Chancellor Professor Dr. Md. Mozaffar Hossain। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির Faculty of Science & Engineering এর Dean মহোদয় Prof. Dr. Khawja Jakaria Ahmad Chisty।
অনুষ্ঠানটিতে Pundra University of Science & Technology এর বিজ্ঞান বিভাগের প্রায় ১০০ টিরও বেশী শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে Alpha Net সম্পর্কে পরিচিতি প্রদান করেন Alpha Net এর CEO জনাব মোঃ একরামুল হায়দার। এরপরে Chief Speaker জনাব আবু সুফিয়ান হায়দার শিক্ষার্থীদের IT কোম্পানির বিভিন্ন Sector সম্পর্কে ধারনা দেন এবং সেইসাথে তারা ছাত্রজীবন থেকে কীভাবে নিজেদের IT Sector এর জন্য তৈরি করবে এ বিষয়ে বিস্তর আলোচনা করেন। এবং সেইসাথে শিক্ষার্থীদের Time Management এবং সময়ের সুষ্ঠ ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন জনাব Israfeel Masum (Software Engineer, Alpha Net)। অনুষ্ঠানের একপর্যায়ে সকল শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেখানে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকল ছাত্রছাত্রী এবং শিক্ষিক শিক্ষিকাদের জলখাবার এবং কুইজে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।